সপ্তাহে ১০ হাজার! শুধু শীতে নয়, বর্ষাতেও ‘এই’ ফুল চাষ করুন, প্রচুর টাকার লাভ!
উত্তর দিনাজপুর: একটা সময় ফুলের উৎপাদন বাড়ির উঠোন কিংবা ছাদের কোনায় টবের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে বিঘার পর বিঘা জমিতে ব্যাপক হারে চাষ শুরু হয়েছে ফুলের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিঘার পর বিঘা জমিতে বর্ষায় গাঁদা ফুল চাষ করছেন সন্দীপ সরকার। শীতের গাঁদা ফুল মূলত চাষ করা হলেও, বর্তমানে বর্ষাকালেও ব্যাপক হারে গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। গাঁদা ফুল চাষি সন্দীপ সরকার জানান, বৈশাখ মাসের দিকে রানাঘাট থেকে গাঁদা ফুলের বীজ এনে তিনি তাঁর তিন বিঘা…