১ লাখ ভারতীয়কে চাকরি দিতে চাইছে তাইওয়ান, ইজরায়েলও চায় ইন্ডিয়ান কর্মী
তাইওয়ানে ভারতীয়দের জন্য কাজের বিরাট সুযোগ আসন্ন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে তাইওয়ানে অন্তত ১ লাখ ভারতীয়কে কাজে নেওয়া হবে। কারখানা, ফার্ম, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে এই কাজের সুযোগ থাকছে। ব্লুমবার্গের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। সেটা আবার মাস খানেকের মধ্যেই হতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে ডিসেম্বরের মধ্য়ে দু দেশের মধ্য়ে এনিয়ে চুক্তি হতে পারে। কিন্তু তাইওয়ানে কেন কাজের সুযোগ বাড়বে ভারতীয়দের? আসলে তাইওয়ানে বৃদ্ধের সংখ্য়া বাড়ছে। মানে ২০২৫ সালের মধ্যে মোট জনসংখ্য়ার এক পঞ্চমাংশ হয়ে যাবেন বয়স্ক মানুষ। তার…