Independence Day: তাঁর তৈরি বোমা নিয়েই কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন ক্ষুদিরাম, বোমা তৈরির মাস্টার এই ব্যক্তিকে চেনেন
Independence Day Celebration: তিনি শুধু অস্ত্র প্রশিক্ষকই নন, তিনি ছিলেন অঙ্কন প্রশিক্ষক, চেনেন এই বিপ্লবীকে? বিপ্লবী হেমচন্দ্র কানুনগো পশ্চিম মেদিনীপুর: যে হাতে বোমা তৈরি করেছেন, সে হাতে ধরেছেন রং তুলি। ভারতকে পরাধীনতার গ্লানি থেকে রক্ষা করা ছিল তার চ্যালেঞ্জ, আর রং তুলিতে সৃষ্টি ছিল তার ভালবাসা। রং তুলির ছোঁয়ায় প্রতিটি ছবি যেন প্রাণ ফিরে পেত। ব্রিটিশ হঠাতে তিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। শিখিয়েছিলেন বোমা তৈরির কৌশল। তার তৈরি বোমা নিয়ে ক্ষুদিরাম বসু গিয়েছিলেন অত্যাচারী কিংসফোর্ডকে মারতে। আলিপুর বোমা মামলায়…

