Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Kenya | Fuel From human waste: মল থেকেই জ্বালানি, তাক লাগিয়ে এগিয়ে কেনিয়া
Kenya | Fuel From human waste: মল থেকেই জ্বালানি, তাক লাগিয়ে এগিয়ে কেনিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিকল্প জ্বালানির সন্ধানে নিরন্তর বিপুল টাকা খরচ করছে বহু দেশ। কারণ দ্রুত ফুরিয়ে আসছে ফসিল ফুয়েল। কোথাও সৌর শক্তিকে ব্যবহার করে তৈরি হচ্ছে বিদ্যুত্, কোথাও অন্য কোনও ভাবে। এক্ষেত্রে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিল কেনিয়া। মানুষের মল থেকে তারা তৈরি করে ফেলল জ্বালানি। কারণ যতদিন মানুষ থাকবে ততদিন যোগান থাকবে মলের। সেই মনুষ্য মল থেকে জ্বালানী তৈরি করেছে কেনিয়ার সংস্থা স্যানিভেশন। মল থেকে ক্ষতিকারণ প্যাথোজেন সরিয়ে তাকে কাঠকয়লায় রূপান্তরিত করা হয়। কেনিয়ার রাজধানী নাইরোবি…

Read More