ছত্রাক সংক্রমণের থাবায় বিপুল সংখ্যক ভারতীয়, উদ্বেগ রয়েছে?
নয়াদিল্লি: একাধিক রোগের কথা আমরা শুনে থাকি। বিভিন্ন সংক্রামক ব্যাধির কথা শুনি। নানারকম মারণরোগের প্রকোপের কথাও শোনা যায়। কোভিডের মতো সংক্রামক ব্য়াধিও সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াল আরও একটি খবর। একাধিক গবেষকদের গবেষণায় উঠে এল ছত্রাক সংক্রমণের একটি পরিসংখ্যান। বিভিন্ন রোগের ভিড়ে ছত্রাক সংক্রমণের বিষয়টি নিয়ে আলোচনা তুলনায় অনেক কম হয় বলে জানাচ্ছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, ভারতে প্রায় ৬ কোটি বাসিন্দা ছত্রাক সংক্রমণের শিকার। তার মধ্যে অন্তত ১০ শতাংশ মোল্ড সংক্রমণ (Mold Infection)। ভারতে ছত্রাক সংক্রমণের…