কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, কয়েকটা দেশে আছে এমনই আজব আইন
কলকাতা: বিশ্বের বেশ কিছু জায়গায় কিছু অদ্ভুত আইন রয়েছে৷ বর্তমানে সেই আইন একেবারেই অযৌক্তিক শোনাতে পারে।তাই জন্যই আইনগুলির মধ্যে এখন খুব কমই প্রয়োগ করা হয়, কেবল মাত্র আইনের বইয়েতেই রয়ে গিয়েছে। বিশ্বের কয়েকটা অদ্ভুত আইনের কথা জেনে নিন বাধ্যতামূলক হাসি জাপানের ইয়ামাগাটা প্রিফেকচার নামক এক স্থানীয় সরকার এই আইনটি করেছেন৷ মূলত সেখানকার বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল করার জন্য করা হয়েছিল৷ আইনে দিনে অন্তত একবার হাসার কথা বলা আছে। এই নতুন আইনটি ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার উপর ভিত্তি…