জুতোর মধ্যে লুকিয়ে বিষধর সাপ! ধরতে গেলে ভয়ঙ্কর কাণ্ড, ভাইরাল ভিডিও
#নয়াদিল্লি: সম্প্রতি আবার এক গায়ে কাঁটা ধরানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে হতবাক্ হয়ে গিয়েছেন নেটাগরিকরা। এক ব্যক্তির একটি জুতোর ভিতর থেকে উদ্ধার করা হল বিষধর একটি সাপকে।উদ্ধার অভিযানের ওই ভীতিকর ভিডিওটিই এখন ছড়িয়ে পড়ছে নেটাগরিকদের কাছে। ভারতীয় বন পরিষেবা দফতরের (Indian Forest Service) অফিসার সুশান্ত নন্দা (Susanta Nanda) কিছুদিন আগেই তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সকলকে সতর্ক করে দিয়ে তিনি জানিয়েছেন যে, বর্ষাকালে চারিদিকে…