Global Life Expectancy: বিশ্ব জুড়ে রোগের বোঝা? কোভিড কমিয়ে দিয়েছে গড় আয়ু!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের গড় আয়ু বহু বছর ধরে একটু-একটু করে বাড়ে। এটা মানবসভ্যতার একটা জার্নি। বহু কষ্টের ফলে, অনেক পথ চলে একটা দেশ বা জাতি এই লক্ষ্যে পৌঁছয়। ভারতেই যেমন। ব্রিটিশ আমলে বা তার আগে এখানে মানুষের গড় আয়ু অনেক কম ছিল। পরে ক্রমে-ক্রমে তা বাড়ে। এটা মূলত সামাজিক অগ্রগতির সূচক, যা চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক এক সংবাদের জেরে তার মূলে কুঠারাঘাত পড়েছে। জানা গিয়েছে, কোভিড অতিমারির জেরে বিশ্বের গড় আয়ু কমে গিয়েছে! করোনা…