বিমানবন্দরে ঘন রেশমি চুলের এক ব্যক্তি, সন্দেহ হওয়ায় জেরা শুরু, তারপর কী ঘটল?
নয়াদিল্লি: আবু ধাবি থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছিলেন এক যাত্রী। সব কিছু ঠিকই চলছিল। কিন্তু আচমকাই যাত্রীর রেশমি ঘন চুল দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের কর্তাদের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, ‘চোর কি দাড়ি মে তিনকা’। যার অর্থ হল, দোষীরা স্বয়ং ভয় পায়। এই প্রবাদটা ওই যাত্রীর জন্য একেবারে সত্য বলে ফলে যায়। যার জেরে শুল্ক দফতরের কর্তারা প্রশ্ন করতেই আতঙ্ক যেন ফুটে ওঠে ওই যাত্রীর চোখমুখে। এরপর যা হল…!…

)