গুগল সার্চে এবার গ্রামার চেক ফিচার, কোথায় সাহায্য করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি গুগল তাদের সার্চ ইঞ্জিনে একটি নতুন ফিচার চালু করেছে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অর্থাৎ এআই চালিত গ্রামার চেক ফিচার ইউজারদের বাক্য এবং বাক্যাংশে ব্যাকরণগত ভুল নির্ধারণ করবে বলে জানা গিয়েছে। বর্তমানে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সারা দুনিয়া উত্তাল। ChatGPT চালু হওয়ার পর থেকে এই নিয়ে উন্মাদনার সৃষ্টি হয়। এখন বিভিন্ন কাজে এই এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা শুরু হয়েছে। গুগলের এই নতুন ফিচার ইউজারদের বাক্যের গঠন এবং তার ব্যাকরণগত ভুল নির্ধারণ করে তা সঠিক…