Bhasha Diwas: '২১ ফেব্রুয়ারি' 'একাত্তরের মুক্তিযুদ্ধ' বা 'বরাকের ভাষা-আন্দোলনে'র চেয়ে ঢের আগের আলো…
সৌমিত্র সেন নিজের ভাষা-সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা বহুদিনই ভুলেছে বাঙালি। সে তার বাচ্চাদের ইংরেজি মাধ্যমে পড়ায়, সে মাতৃভাষার সঙ্গে ইংরেজি-হিন্দি মিশিয়ে এক আশ্চর্য বিজাতীয় ভাষায় কথা বলতে পছন্দ করে, অফিশিয়াল ক্ষেত্রে সে সর্বত্র ইংরেজিরই পক্ষপাতী, জীবনযাপনের ক্ষেত্রেও সে খাঁটি বাঙালিয়ানাকে বর্জন করে বহুদিনই এক মিশ্র যাপননীতি ও আচারধর্মের পন্থী হয়ে পড়েছে। কিন্তু তবুও প্রতি বছর ভাষাদিবস এলেই সে বাংলা ভাষার প্রতি গভীর আবেগে একেবারে কেঁদে-কঁকিয়ে ওঠে। আর এই ভাষাদিবস নিয়ে ভাবতে-ভাবতেই আমরা কখনও মুক্তিযুদ্ধের সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলি, কখনও…