হঠাৎ বাড়ছে চণ্ডীপুরা ভাইরাসের সংক্রমণ! কী এই জীবাণু? কতটা ভয়ের এটি? জেনে নিন
সোমবার গুজরাটের হিম্মতনগর হাসপাতালে চণ্ডীপুরা ভেসিকুলো ভাইরাস (সিএইচপিভি)-এর সংক্রমণে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার গুজরাটের আরাবল্লিতে সিএইচপিভির চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার এই রাজ্যের সবরকান্থা জেলায় এনসেফালাইটিস বা মস্তিষ্কের টিস্যুতে প্রদাহজনিত ভাইরাস সংক্রমণের কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক এম এ সিদ্দিকি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘গণহারে আবর্জনা পরিষ্কারের জন্য ৫০টি দল গঠন করা হয়েছে। মশা নিধনে কীটনাশক ও ওষুধ ব্যবহার করার জন্য কৃষকদের কাছে আবেদন করা হয়েছে। মশার হাত থেকে বাঁচতে বাচ্চাদের ফুলহাতা…