Bangkok: ব্যাংককে বন্দুকবাজ! ভরা বাজারেই বেপরোয়া গুলি, লুটিয়ে পড়ল ছয়…ভয়ংকর ভিডিয়ো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাংককের (Bangkok) একটি জনপ্রিয় তাজা খাবারের বাজারে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের (Gunman) হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। জানা গেছে, এই হামলা জনপ্রিয় ‘অর তোর কোর’ মার্কেটে (Or Tor Kor Market) হয়েছে। এটি চাতুচাক মার্কেট (Chatuchak Market) থেকে অল্প দূরে অবস্থিত। চাতুচাক মার্কেট ব্যাংককের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং প্রতি সপ্তাহান্তে এখানে প্রচুর ট্যুরিস্ট (Popular Tourist spot) আসে। ঘটনার সূত্রপাত: পুলিসের মতে, একজন অজ্ঞাত বন্দুকধারী বাজারে চারজন নিরাপত্তা রক্ষী ও একজন মহিলাসহ মোট পাঁচজনকে…



