মেরামত করে দেওয়া হবে ধর্মস্থান, হিন্দু-শিখদের দেশে ফিরতে আহ্বান তালিবান সরকারের
কাবুল: প্রায় দু’দশক পর ক্ষমতায় ফিরলেও, এখনও আন্তর্জাতিক স্তরে বৈধতা পায়নি আফগানিস্তানে (Afghanistan News) পুনরায় কায়েম হওয়া তালিবান (Taliban News) সরকার। সেই আবহে দেশের সংখ্যাসঘু হিন্দু (Hindus) এবং শিখদের (Sikhs) দেশে ফেরার আহ্বান জানালেন তালিবান নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। নিরাপদে দেশে ফিরতে পারেন সংখ্যালঘুরা (Minorities)। সংখ্যালঘু হিন্দু-শিখদের দেশে ফেরার আর্জি তালিবানের গত ২৪ জুলাই, আফগানিস্তানের হিন্দু এবং শিখ পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তালিবান সরকারের প্রতিনিধি মোল্লা আবদুল ওয়াসি। ট্যুইট করেও…