মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা
আগরতলা: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক। এবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট। দীপা কর্মকার (Dipa Karmakar) জানিয়ে দিলেন, তাঁর চিঠির কোনও জবাব না দিয়ে মনোবল ভেঙে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা। আগরতলার কন্যা ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। এশিয়ান গেমস ট্রায়ালেও সেরা হয়েছিলেন। কিন্তু তার পরেও…