রিফারবিশড ফোনে ছেয়ে গিয়েছে বাজার! কিনে ফেললে ঘটে যেতে পারে বড় বিপদ
Refurbished Smartphones: অল্প খরচে দামি ফোন—এ সুযোগ হাত ছাড়া করা যায় না! তাই অনেকেই আজকাল বাজার থেকে রিফারবিশড (Refurbished) ফোন কিনে আনেন। অত্যাধুনিক Android হোক বা iPhone রিফারবিশ ফোনের মূল্য আসল ফোনের বাজারজাত মূল্য থেকে অনেকটাই কম। কিন্তু এতে ওই ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অল্প দামে অতি আধুনিক ফোন কিনতে গিয়ে অনেক সময়ই গ্রাহকেরা রিফারবিশ করা ফোন কিনে বিপদে পড়েন। নিজেরাই হ্যাকারদের হাতে সমস্ত তথ্য তুলে দিয়ে সর্বস্বান্ত হন। এখন প্রশ্ন হল রিফারবিশড ফোনের সঙ্গে…