Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ওরা যেভাবে তেড়ে আসছিল… ম্যাচের সেরা হয়ে কী বললেন পাক-বধের নায় অভিষেক শর্মা?
ওরা যেভাবে তেড়ে আসছিল… ম্যাচের সেরা হয়ে কী বললেন পাক-বধের নায় অভিষেক শর্মা?

দুবাই: তাঁর কাছে যেন শাপমোচনের রাত। ম্যাচের শুরুতে সাহিবজাদা ফারহানের সহজ ক্যাচ ফেলে দেওয়ার অনুতাপ যেন কুড়ে কুড়ে খাচ্ছিল অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। ব্যাট হাতে পরে তিনি ভারতকে জেতালেন। পাকিস্তান ইনিংসের প্রথম ওভারে হার্দিক পাণ্ড্যর বলে সাহিবজাদা ফারহানের লোপ্পা ক্যাচ ফেলেছিলেন অভিষেক। ফারহান তখন শূন্য রানে ছিলেন। সেই ফারহানই ৪৫ বলে ৫৮ রান করে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। হাফসেঞ্চুরির পর ব্যাটকে বন্দুক হিসাবে ধরে শূন্যে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করে যিনি বিতর্কে জড়িয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩৯ বলে…

Read More