নিছক ট্রেন্ড না শিল্পের অসম্মান? ভাইরাল জিবলি বিতর্কে কোন পক্ষে বাঙালি আঁকিয়েরা
Viral Ghibli Trend: সোশ্যাল মিডিয়া খুললেই এখন ফিড জুড়ে শুধু ‘জিবলি’ ট্রেন্ড। শুধু ভারত নয়, এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। বাদ যাননি তাবড় তাবড় রাজনীতিকরাও। বিশ্ববিখ্যাত জাপানি শিল্পী হায়াও মিয়াজাকির কালজয়ী সৃষ্টি স্টুডিয়ো জিবলি আর্ট। বর্তমানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে তা এখন সকলের মুঠোফোন। যে কেউ চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে মিয়াজাকি-সৃষ্ট চরিত্রের আদলে গড়ে নিচ্ছেন। শিল্পীদের বিপদ ডেকে আনছে এআই? তবে সোশাল মিডিয়ার এই ট্রেন্ডের প্রতিবাদও করছেন অনেকে। শিল্পীর দীর্ঘ শ্রম ও অধ্যাবসায়ের…