হাজার চুরাশি কী মায়ে সন্তানের মৃতদেহ চেনার সিনে কী বলা হয় জয়া বচ্চনকে?
পর্দায় বাস্তবের মতো অনুভূতি ফুটিয়ে তুলতে কত কি না করা হয়! কিন্তু সন্তানের মৃতদেহ চেনার কাজ? হ্যাঁ, হাজার চুরাশি কী মা ছবিতে এই কাজটা করতে হয়েছিল জয়া বচ্চনকে। কিন্তু সেই সময় তাঁর অভিনয় যাতে বাস্তবসম্মত হয় সেই জন্য কী বুদ্ধি দেওয়া হয়েছিল? কী জানালেন অভিষেক বচ্চন? মায়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কী জানালেন অভিষেক? পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাদের কীসের কীসের সম্মুখীন হতে হয় সেটাই এদিন প্রকাশ্যে আনলেন জুনিয়র বচ্চন। ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন অভিষেক স্মৃতিচারণ…

