শনিবারও হল না শুনানির রায়, রবিবার কি রুপো বিনেশের ভাগ্যে জুটবে?
প্যারিস: অলিম্পিক্সের মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ফাইনালের দিন সকালেই ১০০ কেজি ওজন বেশি হওয়ায় তাঁকে প্যারিস অলিম্পিক্স থেকেই বাতিল করে দেওয়া হয়। এরপরই রুপোর পদকের দাবিতে ক্রীড়া আদালতের দারস্থ হয়েছিলেন বিনেশ। কথা ছিল শনিবারদিন এই মামলার শুনানি হবে। কিন্তু এবার একদিন পিছিয়ে গেল সেই শুনানি। আদৌ কি রুপো ভাগ্য সহায় হবে এই মহিলা কুস্তিগীরের। তা জানতে হলে আরও আরও একদিন অপেক্ষা করতে হবে। রবিবার ১১ আগস্ট এই মামলার রায়দান হবে। রাত ৯.৩০ টায় সিদ্ধান্ত…

