Albert Einstein: আইনস্টাইনের ঈশ্বরচিন্তার চিঠি নিলামে! দর শুরু কোটি থেকে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এত দিন মূল প্রাপকের এক উত্তরসূরির কাছে রাখা ছিল অ্যালবার্ট আইনস্টাইনের এই চিঠি। অবশেষে প্রকাশ্যে এল। এমনিতেই মহাবিজ্ঞানীর চিঠি হিসেবে তা গুরুত্বপূর্ণ। এর উপর এই চিঠিতে রয়েছে তাঁর ঈশ্বরচিন্তার হদিশ। বিরল বইকি! এক ব্যক্তি চিঠি লিখে আইনস্টাইনের কাছে জানতে চেয়েছিলেন, ঈশ্বর নিয়ে তাঁর মত কী? মানে, তিনি কি ঈশ্বরে বিশ্বাসী কোনও ভাবে? বা বিজ্ঞান ঈশ্বর বিষয়টি নিয়ে ঠিক কী ভাবে? ১৯৫০ সালে ধর্ম বিষয়ের এক শিক্ষিকা, নাম তাঁর মার্থা মাঙ্ক, তিনি এই চিঠি লিখেছিলেন…