চাটনি থেকে পায়জামা, কোন কোন হিন্দি শব্দ স্থান পেয়েছে ইংরেজি অভিধানে
প্রতি বছরই ইংরেজি অভিধানে কিছু নতুন শব্দ যুক্ত করা হয়। অনেক সময় বেশ কিছু হিন্দি জনপ্রিয় শব্দকে স্থান দেওয়া হয়েছে। যাঁরা ইংরেজি উপন্যাস পড়তে বা ইংরেজি সিনেমা দেখতে ভালবাসেন তাঁরা অবশ্যই কোনও না কোনও হিন্দি শব্দ পড়েছেন বা শুনেছেন উপন্যাস বা সিনেমা। ইংরেজিভাষী লোকেরা এই শব্দগুলি প্রচুর ব্যবহার করেন। অন্যদিকে হিন্দিভাষী লোকেরা গর্ববোধ করেন যে তাঁদের ভাষার শব্দগুলি বিদেশেও ব্যবহার করা হচ্ছে জেনে। ইংরেজি অভিধানে অন্তর্ভুক্ত কিছু হিন্দি শব্দের কথা জেনে নিন। ১- বারান্দা (Verandah): ইংল্যান্ডে বাড়িতে ‘বারান্দা’-এর চল…