নিশানায় হিন্দু মন্দির, লেখা হল ‘ভারত-বিরোধী’ স্লোগান
কলকাতা: ফের কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ (Anti India grafitti in Canada)। এবার টার্গেট হিন্দু মন্দির। কানাডার এডমন্টনে রয়েছে BAPS স্বামীনারায়ণ মন্দির (BAPS Swaminarayan Temple), সারা বিশ্বেই যার পরিচিতি রয়েছে। এবার সেই মন্দিরই টার্গেট। কানাডার হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সকালে এই মন্দিরের গায়ে ভারত-বিরোধী স্লোগান লিখে দেওয়া হয়েছে। কানাডার ভারতীয় বংশোদ্ভুত সাংসদ চন্দ্র আর্য (Chandra Arya)-কে টার্গেট করা হয়েছে মন্দিরের গায়ে লেখা ওই স্লোগানে- অভিযোগ হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের। X হ্যান্ডেল তার একটি ছবিও শেয়ার করেছে ওই সংগঠন। ওই পোস্টে…