পাকাপাকি বিদায় নেবে HIV? এক ডোজেই কাবু ভাইরাস! ছোট্ট গবেষণায় মিলল বিরাট সমাধান!
এইচআইভি-র স্থায়ী চিকিৎসা কি তবে কাছে চলে এল? নতুন থেরাপি আশার সঞ্চার করেছে। একবারের থেরাপিতেই বছরে প্রায় পুরোটা সময় দৈনিক ওষুধের প্রয়োজন থেকে মুক্তির ইঙ্গিত মিলেছে। এইচআইভি-র চিকিৎসায় আশার আলো? ছোট্ট গবেষণায় মিলল বড় সম্ভাবনার ইঙ্গিত বিশ্ব এইডস দিবস ২০২৫-এ প্রকাশিত এক নতুন গবেষণা এইচআইভি (HIV) চিকিৎসায় আশার নতুন দিগন্ত খুলে দিল। বিজ্ঞানীরা এমন এক থেরাপি তৈরি করেছেন, যা রোগীদের দৈনিক ওষুধ খাওয়ার প্রয়োজন অনেকখানি কমিয়ে দিতে পারে। তাঁদের দাবি, এই থেরাপি শরীরের ভাইরাসকে বছরেরও বেশি সময় দমন করে…

