Hottest Year: উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৩! কী ভয়ংকর অঘটন ঘটছে আকাশে-বাতাসে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৫০ সালের পর সম্প্রতি পানামা খাল সবচেয়ে বেশি শুষ্ক হয়ে পড়েছিল। তখনই বোঝা গিয়েছিল, কিছু বিশেষত্ব রয়েছে বছরটির। ২০২৩ সাল ২০১৬ সালকে হারিয়ে বিশ্বের উষ্ণতম বছরে পরিণত হতে যাচ্ছে! চলতি বছরটি সবদিক থেকেই মারাত্মক। বছরজুড়ে মারাত্মক তাপপ্রবাহ, প্রবল বৃষ্টি, ভয়ংকর বন্যা এবং ভয়াবহ দাবানল। এবার দেখার ঠান্ডা কতটা পড়ে। মারণঠান্ডা পড়ে কিনা, এবং তাতে মানুষের মৃত্যু হয় কিনা, হলে কত। তবে তার আগে, সবচেয়ে উষ্ণতম বছরের মুকুট ২০২৩ সালেরই হবে বলে আপাতত ধারণা করা…