Accenture-এ প্রায় ১৯,০০০ কর্মী ছাঁটাই! তালিকা তৈরি শুরু করলেন HR-রা
Accenture-এ এমন অনেক কর্মীই রয়েছেন যাঁরা আপাতত কোনও প্রকল্পের সঙ্গে বর্তমানে যুক্ত নন। HR-রা কর্মীদের একটি তালিকা তৈরি করতে শুরু করেছেন। বেশ কিছু সময় ধরে যাঁদের কোনও প্রকল্পে নিয়োগ করা হয়নি, তাঁদের বাদ দেওয়া হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই কর্মীদেরই প্রথম চাকরিচ্যুত করা হবে। 1/5আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় ১৯,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে Accenture। গত ২৩ মার্চ এই কর্মীর সংখ্যা হ্রাসের পরিকল্পনা ঘোষণা করে IT সংস্থা। তবে এক্ষেত্রে উল্লেখ্য, একইসঙ্গে দরকারি পদগুলিতে নিয়োগও জারি রাখবে Accenture। 2/5ইন্ডিয়া…