‘মহাজাগতিক দীপের উৎসব’, দুরন্ত ছবি পোস্ট করে দীপাবলির শুভেচ্ছা নাসার
নয়াদিল্লি: ঠিক যেন আলোর মালা, তবে পৃথিবী নয়। মহাকাশে। হাবল স্পেস টেলিস্কোপে (Hubble Space Telescope) ‘গ্লোবিউলার ক্লাস্টার’-এর (Globular Cluster) হালে এমনই আলোর ছটা ধরা পড়েছে। আর সেই ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA Diwali Wish 2023)। এমন ‘সেলিস্টিয়াল ফেস্টিভ্যাল অফ লাইটস’-র জন্য অভিনন্দন জানিয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছে তারা। কী লিখেছে? ‘সেলিস্টিয়াল ফেস্টিভ্যাল অফ লাইটস’! সহজ কথায়, মহাজাগতিক দীপোৎসব। একনজর দেখলে শব্দবন্ধটি একেবারে ঠিকঠাক বলে মনে হয়। নাসা ওই ‘গ্লোবিউলার ক্লাস্টার’-এর ছবি…