‘ব্যাড টাচ’! মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে বিতর্কে সৌদির পুরুষ রোবট
রজনীকান্তের রোবট ছবির মতো কিছুটা ঘটে গেল বাস্তবেও। বিশ্বে প্রযুক্তি দ্রুত বাড়ছে, বিভিন্ন উন্নতির লক্ষ্যে মানুষের মতো দেখতে রোবট তৈরি করা হচ্ছে। একইভাবে, সম্প্রতি সৌদি আরবের প্রথম হিউম্যানয়েড রোবট লঞ্চ করা হয়েছে। তবে এই রোবটের একটি অদ্ভুত কাজ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে, যার জেরে উঠেছে নানান প্রশ্ন। এই রোবটটি দেখতে হুবহু মানুষের মতো। লঞ্চের পর একজন মহিলা সাংবাদিক যখন এই রোবটের কাছে দাঁড়িয়ে রিপোর্ট করছিলেন, তখন রোবটটিকে তাঁকে অনুচিতভাবে স্পর্শ করে বসে। রজনীকান্তের রোবট ভালোবেসেছিল, কিন্তু এই…