Viral: বিয়ে মিটতেই ক্লান্তিতে এলিয়ে পড়লেন বর; পরম যত্নে খাইয়ে দিলেন নববধূ!
#ViralVideo: কথায় আছে না, বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং! সত্যি বলতে কী, ভারতীয় বিয়ের নির্যাসটাই আলাদা! আসলে ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে বিয়ের আচারের ক্ষেত্রেও নানা বৈচিত্র্যের দেখা মেলে। রঙবেরঙের ব্রাইডাল আউটফিট, ভারী গয়না, পারফেক্ট মেক-আপ এবং সেই সঙ্গে নানা ধরনের হাজারো নিয়ম- এই সবই ভারতীয় বিবাহের অঙ্গ। দেশের বিভিন্ন প্রদেশে নিয়ম আলাদা হলেও কিন্তু কিছু কিছু বিষয় এক রকমই। যেমন- হইচই কিংবা আতিথেয়তার বিষয়টা। আসলে বাড়িতে বিয়ের সানাই বাজলেই মেতে ওঠে গোটা পরিবার। বিয়ের কয়েক দিন আগেই থেকেই শুরু হয়ে…