গ্রেফতার আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর, ধৃত স্বামী দীপকও
#মুম্বাই: আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করল সিবিআই। আইসিআইসিআই ব্য়াঙ্কের সিইও থাকাকালীন ২০১২ সালে ছন্দা কোচারের বিরুদ্ধে ভিডিওকন গোষ্ঠীকে নিয়ম বহির্ভূত ভাবে ৩২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল ছন্দা কোচারের বিরুদ্ধে। ছন্দা এবং দীপক কোচার ছাড়াও ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধূত সহ একাধিক শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এই মামলায় ছন্দা কোচর এবং তাঁর স্বামী দীপক এবং বেণুগোপাল ধূতের নামই আর্থিক তছরূপ আইনে মূল অভিযুক্ত হিসেবে…