Bangladeshi Actress Tanin Subha shocking news: আচমকা বুকে ব্যথাই কাল হল! জ্বলে ওঠার আগেই নিভে গেলেন তরুণী বাঙালি নায়িকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্যতম বাঙালি চর্চিত অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল বিকেল নাগাদ। ২রা জুন থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আচমকা শরীর খারাপ হয়ে যাওয়ার তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত সোমবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অভিনেত্রীকে। জানা যায়, চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। জয় জানান, কয়েকদিন লাইফ সাপোর্টে…



)

