মায়ের ছদ্মবেশে তিন বছর ধরে পেনশন তুলছিলেন ছেলে! গ্রেফতারের পর সামনে এল বিভীষিকাময় প্রতারণা
বোর্গো ভিরজিলিও শহরে গ্রাজিয়েলা দাল’ওলিও-র ছদ্মবেশে তিন বছর ধরে পেনশন তুলতেন তাঁর ছেলে, পুলিশ গ্রেফতার করেছে। ইতালিতে এই প্রতারণা দেশজুড়ে আলোড়ন তুলেছে। ইতালিতে মৃত মায়ের ছদ্মবেশে পেনশন প্রতারণায় গ্রেফতার ছেলে! ইতালির মান্তুভা প্রদেশের ছোট শহর বোর্গো ভিরজিলিও—শান্ত, নিরিবিলি এলাকা। সেই এলাকাতেই ঘটেছে এমন এক প্রতারণা, যা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। পুলিশের কাছে অভিযোগ এসেছে—এক ব্যক্তি নিজের মৃত মায়ের পরিচয়ে তিন বছর ধরে জীবন কাটাচ্ছিলেন, শুধু পেনশন তোলার জন্য। ঘটনা প্রকাশ্যে আসতেই ইতালিতে তীব্র আলোড়ন। ৫৬ বছরের ওই ব্যক্তিকে…

