IIM Calcutta প্রকাশ করল ক্যাট ২০২৪ এর অ্যানসার কি, রেজাল্ট কবে?
CAT Answer Key 2024: ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ( আইআইএম) ক্যালকাটা কমন অ্যাডমিশন টেস্ট( ২০২৪) এর উত্তর সূত্র বা অ্যানসার কি প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এখানে দেখে নিতে পারেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে ক্যাটের রেজাল্ট বের হবে। তার আগে এই অ্যানসার কি টা দেখে নিতে পারেন। নির্দিষ্ট লিঙ্কের মাধ্য়মে পরীক্ষার্থীরা এই অ্য়ানসার কি দেখে নিতে পারেন। CAT অ্যাপলিকেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীদের লগ ইন করতে হবে। ৩রা ডিসেম্বর ২০২৪ সাল সন্ধ্যা ৬টা থেকে এই অবজেকশন…