Fire at Egypt: মিশরের চার্চে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু, আহত বহু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু ঘটেছে। আহত বহু। অন্ততপক্ষে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডটি ঘটেছে কায়রোর কপটিক চার্চে। এই চার্টটি খ্রিস্টীয় ভক্ত পরিসরে অন্যতম পবিত্র স্থান হিসেবে স্বীকৃত ও মর্যাদামণ্ডিত। বহুদিন ধরে এই ধর্মস্থানটি আফ্রিকা ও মধ্য প্রাচ্যের খ্রিস্টীয় সম্প্রদায়ের ধর্মাচরণের অন্যতম নিয়ন্ত্রক ও দিশা প্রদর্শক হিসেবে কাজ করে গিয়েছে। কথিত আছে, সেন্ট মার্ক এই চার্চে এসেছিলেন। তাঁর উপস্থিতির সূত্রেই চার্চটি আরও বিশেষ করে সম্মানিত ও শ্রদ্ধান্বিত। এ হেন চার্চে ঘটা…