Milan Kundera: প্রয়াত ‘একালের কাফকা’ কুন্দেরা! ‘অস্তিত্বের অসহনীয় লঘুতা’য় জর্জরিত হয়েই কি চলে যাওয়া?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় প্রতি বছরই নোবেল প্রাইজের শর্টলিস্টে তাঁর নাম উঠত, কিন্তু কোনও বছরই তা আর পাওয়া হয়ে উঠল না তাঁর। তিনি এ কালের কাফকা। বিশ্ববিশ্রুত কথাকার মিলান কুন্দেরা নোবেল প্রাইজকে যেন খানিকাট ঠাট্টা করেই প্রয়াত হলেন ৯৪ বছর বয়সে। চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ান লাইব্রেরি আজ, বুধবার তাঁর মৃত্যুসংবাদ জানায়। কুন্দেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে এই মোরাভিয়ান লাইব্রেরি। এই লাইব্রেরির মুখপাত্র আনা ম্রাজোভা বলেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে কুন্দেরা গতকাল প্যারিসে মারা গিয়েছেন। ১৯২৯ সালের ১…