‘বিরতি নিয়েছিলাম, অনেক তরতাজা হয়ে মাঠে নেমেছিলাম এদিন’, সেঞ্চুরির পর বললেন কোহলি
গুয়াহাটি: টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না। ওয়ান ডে সিরিজে দলে ফিরেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৫ তম শতরান হাঁকিয়েছেন শুধু নয়, ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকেও। ঘরের মাঠে ২ জনেরই এখন ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ২০। সামনের ২ টো ম্যাচে মাস্টার ব্লাস্টারকে টপকে যাওয়ার সুযোগও থাকছে কিং কোহলির সামনে। গুয়াহাটি ম্যাচে সেঞ্চুরির পর কী বললেন প্রাক্তন ভারত অধিনায়ক? বিরাট কী বললেন? এদিন ব্যাট করতে নেমে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেন বিরাট। ইনিংসের শেষে বিরাট বলেন, ”আমি ক্রিকেট…