৬২’তে সোনালী অধ্যায়ের সাক্ষী থাকা ইন্দোনেশিয়া কি দেখল ভারতীয় ফুটবলের সূর্যোদয়?
১৯৬২ সালে এশিয়ান গেমসে ফুটবলে সোনা জিতেছিল ভারত। সেবার ইন্দোনেশিয়ায় হয়েছিল প্রতিযোগিতাটি। সেই ইন্দোনেশিয়ার মাটিতেই অপরাজেয় থাকল ভারতের অনূর্ধ্ব ২৩ দল। গতকাল এই সফরের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে ভারত। গতকাল কোরো সিং থিংগুজাম ভারতের হয়ে একমাত্র গোলটি করেন। এর আগে সফরের প্রথম ম্যাচে ভারত জিতেছি ২-১ ব্যবধানে। এদিকে সফরের দ্বিতীয় ম্যাচটি ড্র হলেও ভারতের তরুণরা অনেক সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। রিকি মেইতেইয়ের একটি শট ইন্দোনেশিয়ার গোলের খুব কাছ দিয়ে চলে যায়। বক্সের কোণা থেকে বিভিন মোহনের…


