বলার কোনও ভাষা নেই… ভারতীয় দল থেকে বাদ পড়ে কী প্রতিক্রিয়া করুণ নায়ারের?
মুম্বই: একটা সময় তিনি প্রার্থনা করেছিলেন, প্রিয় ক্রিকেট, আর একটা সুযোগ কি দেবে না? সুযোগ পেয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। তবে কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে নজর কাড়তে ব্যর্থ করুণ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হল করুণ নায়ারকে। যে সিদ্ধান্ত পরে ব্যাখ্যা করে দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর (BCCI chief selector Ajit Agarkar)। প্রায় ৩ হাজার দিন পরেব টেস্ট ক্রিকেটের জন্য জাতীয় দলে ফিরেছিলেন করুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্য়াচের…

