ভারতীয় সিনিয়র হয়ে অভিষেক বাংলার তিতাসের, বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়ে জয়
ভারতীয় দলের জার্সি গায়ে সিনিয়র দলে অভিষেক করলেন বাংলার তিতাস সাধু। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে তিতাসের হাতে ভারতের ক্যাপ তুলে দেন স্মৃতি। ভারতের সিনিয়ার দলের জার্সি গায়ে শুরুটা দারুণ হল বাংলার বোলারের। আসলে এই ম্যাচে ভারত জেতার পাশাপাশি একটি উইকেটও পেয়েছেন তিতাস। শোর্না আখতারকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এশিয়ান গেমস খেলতে চুঁচুড়া থেকে রওনা হওয়ার আগে নিজের লক্ষ্যে কথা বলেছিলেন তিতাস। তিনি বলেছিলেন, ‘এশিয়ান গেমসে সুযোগ পেয়েছি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করব,…