CWG 2022 Day 8 Live: কুস্তিতে সাক্ষী মালিক-অংশু মালিকের বড় জয়
গেমসের অষ্টম দিনে হকিতে ভারতের মেয়েরা পদক নিশ্চিত করার লড়াইয়ে নামবেন। এ দিকে কুস্তি থেকে ভারতের প্রত্যাশা অনেক বেশি। হিমা দাস ২০০ মিটারের সেমিতে উঠেছিলেন। এ দিন নামবেন ফাইনালে ওঠার লড়াইয়ে। এ ছাড়াও গোটা দিনে আর কী কী ইভেন্ট আছে ভারতের, দেখে নিন। 05 Aug 2022, 08:04:01 PM IST কুস্তি- অংশু মালিকের পদক নিশ্চিত হয়েছে 05 Aug 2022, 07:38:03 PM IST ব্যাডমিন্টন: পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন পিভি সিন্ধু রাউন্ড অফ ১৬ ম্যাচে সহজ জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে…