ডক্টর্স ডে উপলক্ষে বড় পদক্ষেপ IMA এর, ডাঃ বিধানচন্দ্র রায় জাতীয় পুরস্কার ফের চালুর আবেদন
নিজস্ব প্রতিবেদন: আজ ডক্টর্স ডে (Doctors’ Day)। সারা দেশজুড়ে আইত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি। প্রতিটি দিন যারা সমাজের জন্য চিকিৎসা ক্ষেত্রে প্রাণ বাঁচানোর নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন, আজকের দিনটি তাঁদের। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (IMA) ইতিমধ্যেই নানা আয়োজন করে ডাক্তারদের নিয়ে। সোশাল মিডিয়াতেও চলছে প্রচার। তবে এরই মধ্যে দেশের স্বনামধন্য ভারতরত্ন চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের নামে জাতীয় পুরস্কার (Dr B C Roy National Award) ফের ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে আইএমএ। এর পাশাপাশি ‘এক সেলফি ডাক্তার…