মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট নির্দেশ! এই মাসে বন্ধ হচ্ছে USSD-র বিশেষ এই কোড
এবার ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিরাট নির্দেশ দিচ্ছে দেশের ডিপার্টমেন্ট অফ টেলিকম। এতদিন ধরে অ্য়ান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য় যে কল ফরওয়ার্ডিংয়ের ব্যবস্থা ছিল সেটা এবার বদলাতে পারে। আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকরী হবে বলে খবর। মূলত USSD ওই কোডটি বন্ধ করার জন্য় বলা হয়েছে। USSD code হল মূলত সংক্ষিপ্ত কিছু কোড যেগুলি মোবাইল ব্যবহারকারীরা একাধিক কারণে ব্যবহার করে। মূলত ব্যালেন্স কত রয়েছে সেটা জানার জন্য় অথবা IMEI নম্বর দেখার জন্যও এই ধরনের কোড দেখা হয়। এতে…