UK PM Race: দাবিদার বরিসও, মসনদের দৌড়ে মনোনয়ন পেশ ঋষি সুনাকের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাকের নাম আবার সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভেসে উঠছে। ভেসে উঠছে বরিস জনসনের নামও। আসলে ঋষি এবং বরিসের সমর্থকেরা মাঝে-মাঝেই দাবি তুলেছেন, তাঁদের নেতার পিছনে অন্তত ১০০ সাংসদের সমর্থন রয়েছে। বরিস এখনও নিয়ম মোতাবেক নমিনেশন জমা দেননি। কিন্তু সুনাক দৃশ্যতই চলে এসেছেন প্রকাশ্য লড়াইয়ে। তিনি ব্রিটেনের বিধ্বস্ত অর্থনীতিকে সংহত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন সেপ্টেম্বরেই। কী পটপরিবর্তন! আবার অক্টোবরেই তাঁকে প্রধানমন্ত্রিত্বের লড়াইতে নাম জমা দিতে হল! এর ফলে…