Akul Dhawan Death in Illinois: নাইট ক্লাবে ঢুকতে নিষেধ, বাইরেই ঠান্ডায় জমে মৃত ভারতীয় পড়ুয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আমেরিকায় খারাপ খবর। আবার সেই দেশে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের। জানা গিয়েছে আমেরিকার এক ক্লাবে ঢোকার অনুমতি দেওয়া হয়নি ওই ভারতীয় ছাত্র অকুল ধাওয়ানকে। এরপরেই ঠান্ডায় জমে গিয়ে মৃত্যু হয় তাঁর। ইলিনয়ের চ্যাম্পেইন কাউন্টির করনের-এর অফিস এই সপ্তাহে জানিয়েছে যে ধাওয়ানকে গত মাসে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে যে, তীব্র অ্যালকোহলের নেশায় থাকা অবস্থায় হিমায়িত তাপমাত্রার দীর্ঘ এক্সপোজারের কারনে তাঁর মৃত্যু হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে…