‘করো কমপ্লেন করো’- বিনা টিকিটেই সিটে বসে দুর্ব্যবহার মহিলার, ভাইরাল হল ভিডিয়ো
টাকা দিয়ে টিকিট কাটেননি, তাও সাত পাঁচ না ভেবে অন্যের রিজার্ভ সিটে গিয়ে দিব্যি বসে পড়লেন মহিলা। তারপরই শুরু হল ধুন্ধুমার। সহযাত্রীদের তোপে একটুকুও জবুথবু না হয়ে ক্রমাগত চালিয়ে যেতে শুরু করলেন বাকযুদ্ধ। ভাইরাল ভিডিয়ো দেখে হাসি পাচ্ছে নেটিজেনদের। বেশ কিছুদিন হয়েছে, দূরপাল্লার ট্রেনে টিকিট ছাড়াই ভ্রমণের সংখ্যা বাড়ছে। এই ধরনের বেপরোয়া যাত্রীরা কোনও পদক্ষেপের ভয় ছাড়াই, এমনকি দ্বিধা ছাড়াই ট্রেনে উঠছেন। শুধু তাই নয়, তাঁরা সংরক্ষিত কিংবা রিজার্ভ করা আসনে বসে নিজেদের অধিকার জাহির করতেও ভুলছেন না। এমতাবস্থায়…