Palak paneer leads to racism: পালক পনিরের গন্ধ নিয়ে লড়াই! কলোরাডো বিশ্ববিদ্যালয়কে জমি ধরিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ জিতলেন বং-কন্যা ঊর্মি…
কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি ছাত্র আদিত্য প্রকাশ এবং উর্মি ভট্টাচার্য বৈষম্যের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাঁরা ১.৮ কোটি টাকা ক্ষতিপূরণ জিতেছেন। ঘটনাটি ঘটে ‘পালক পনির’ নিয়ে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আদিত্য তাঁর খাবার মাইক্রোওয়েভে গরম করছিলেন। ঠিক সেই সময়, এক স্টাফ সদস্য আদিত্যকে খাবার গরম করতে মানা করেন। তাঁর মতে আদিত্যর খাবারের গন্ধ খুবই ‘তীক্ষ্ণ’। আদিত্য তাঁর পাল্টা উত্তরে বলেন, ‘এটি শুধু খাবার। আমি গরম করেই চলে যাব।’ এই ঘটনাটি পরে আরও বড় হয়। আদিত্য এবং উর্মি…
