বিনেশ ফোগতের কি পদক পাওয়ার আর কোনও সম্ভাবনা আছে? আইনি দিক খতিয়ে দেখছে IOA
নয়াদিল্লি: প্রাক স্বাধীনতার সন্ধ্যায় বিরাট ধাক্কা খেয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতীয় অলিম্পিক্স সংস্থা (IOA) জানিয়েছে, বিনেশ ফোগত (Vinesh Phogat) মামলায় রায় জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। জানিয়ে দিয়েছে, বিনেশের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। যুগ্ম রুপো দেওয়ার যে আবেদন করেছিলেন ভারতের মহিলা কুস্তিগীর, তা নাকচ হয়ে গিয়েছে। বিনেশের কি পদক পাওয়ার সব আশা শেষ? আর কি কোনওভাবে আবেদন করতে পারবেন ভারতের মহিলা পালোয়ান? ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, ক্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করা হতে পারে। ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA)…