ভারত-বাংলাদেশ আখাউরা-আগরতলা আন্তর্জাতিক রেল যোগাযোগ প্রকল্প চালু!
আগরতলা : মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে আখাউরা-আগরতলা আন্তর্জাতিক রেল লাইন যোগাযোগ প্রকল্পটি ভার্চুয়ালি উদ্বেধন করেন। ১২.২৪ কিলোমিটার লম্বা এই রেলওয়ে লাইনটি (৫.৪৬ কিলোমিটার ভারতে এবং ৬.৭৮ কিলোমিটার বাংলাদেশে) নিশ্চিন্তপুরের ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউরাকে সংযুক্ত করবে, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্যসামগ্রী বিনিময়ের জন্য একটি ডুয়েল গজ স্টেশন হয়ে উঠবে বলে দাবি করা হচ্ছে রেলের তরফে। অনুষ্ঠান উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারত-বাংলাদেশ সমন্বয়ের সাফল্য…