অ্যাঞ্জিয়োগ্রাফি করা যাবে কার্বন-ডাই-অক্সাইড দিয়ে!
অ্যালার্জি হয়েছে, কিডনির সমস্যাটা বেড়েছে। অ্যাঞ্জিয়োগ্রাফি করিয়ে এসে অনেক রোগীই এতদিন অভিযোগ করতেন এমনটাই। এবার এই সমস্ত অসুবিধার সমাধান নিয়ে হাজির হয়েছেন কলকাতার ডাক্তার অভীক। রোগীর অ্যাঞ্জিয়োগ্রাফিতে ডাই হিসাবে কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শূন্য শতাংশ প্রাণহানির ঝুঁকিতেই তিনি করেছেন সবটা বলে জানিয়েওছেন এরই মধ্যে। অভীক ভট্টাচার্য, সিএমআরআই হাসপাতালের ইন্টারভেনশনাল রেডিয়োলজিস্ট, বিগত পাঁচ মাসের মধ্যে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করেই অন্তত ২৫ জনের অ্যাঞ্জিয়োগ্রাফি করেছেন। এতদিন ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ডাই হিসেবে যে আয়োডিন প্রবেশ করানো হত, তাতে অ্যালার্জি,…