পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া তুষারের, শীর্ষে শামি-রাজই অব্য়াহত
চেন্নাই: আইপিএলের পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) তালিকার শীর্ষে জাম। এক, দুই নয়, তিন তিন তারকার দখলে সমান সংখ্যক উইকেট রয়েছে। বুধবার, ১০ মে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটি উইকেট নিলেই সেই জাম থেকে বেরিয়ে শীর্ষে জায়গা করে নিতেই পারতেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে তিনি তা করতে ব্যর্থ হন। উইকেটশূন্য তুষার শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করায় পার্পল ক্যাপের শীর্ষে গুজরাত টাইটান্সের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) দাপট অব্যাহত। শামি, তুষারের পাশাপাশি রশিদ…